ঈদযাত্রায় সড়ক পথে নেমেছে মানুষের ঢল। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনালে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।
বেলা বাড়ার সাথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীর চাপ বেশি হওয়ায় বাড়ছে ভোগান্তি। এখন যারা টিকিট করছেন, ঈদের যাত্রার অজুহাতে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। এছাড়া বাস সময়মতো না ছাড়ারও অভিযোগ করেছেন যাত্রীরা।
তবে বাস কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় গাড়ির গতি কমেছে। ফলে নির্ধারিত সময়ে বাস পৌঁছানো ও ছাড়া সম্ভব হচ্ছে না। গাবতলী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো সাভার-নবীনগর পার হয়ে চন্দ্রা যাবার পথে বাইপাইলে গিয়ে জটলায় পড়ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে গাড়ির জটলা রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত এই রুটে ঈদযাত্রা নির্বিঘ্ন আছে।
ইউএইচ/