ভারতে অনুষ্ঠিত ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ এসসিও এর সম্মেলনে যোগ দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। গোয়ায় চলছে দু’দিনের এই আয়োজন। এরই মাধ্যমে দীর্ঘ প্রায় এক যুগ পর ভারতের মাটিতে পা দিলেন পাকিস্তানের কোনো উচ্চ পর্যায়ের রাজনীতিক। খবর এনডিটিভির।
শুক্রবার (৫ এপ্রিল) প্রতিবেশী দেশের মন্ত্রীকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। করমর্দনের পরিবর্তে পরস্পরকে নমষ্কারের মাধ্যমে অভিবাদন জানান তারা। পাশাপাশি দাঁড়িয়ে আনুষ্ঠানিক ফটোশ্যুটের পর, অতিথিকে দেখিয়ে দেন সভাস্থলের দরজা।
দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের শীর্ষ কোনো রাজনীতিক। সবশেষ ২০১১ সালে দিল্লি সফরে যান হিনা রব্বানি খান। বৈঠক করেন তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সাথে। এবারের সফরে, দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই, শুরু থেকেই এমনটা বলা হয়েছিল। সম্মেলনে, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীই সন্ত্রাসবাদ নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন।
এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব যখন করোনা মহামারি এবং এর পরিণতির মুখোমুখি; সেসময়ও অব্যাহত ছিল সন্ত্রাসবাদ। এই বিপদ থেকে চোখ সরালে ঝুঁকিতে পড়বে আমাদের নিরাপত্তা। দৃঢ়ভাবে বিশ্বাস করি, সন্ত্রাসবাদের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাই, আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। রুখতে হবে চরমপন্থী সংগঠনগুলোর হাতে অর্থ-অস্ত্র সরবরাহ।
এসজেড/