Site icon Amra Moulvibazari

রাস্তা থেকে ডেকে নিয়ে যেতেন বাড়িতে, বৃদ্ধের বাড়ি থেকে উদ্ধার হাজারের বেশি মৃত কুকুর

রাস্তা থেকে ডেকে নিয়ে যেতেন বাড়িতে, বৃদ্ধের বাড়ি থেকে উদ্ধার হাজারের বেশি মৃত কুকুর


দক্ষিণ কোরিয়ায় এক বৃদ্ধের বাড়ি থেকে সহস্রাধিক কুকুরের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কুকুরের মরদেহগুলো তার একটি ঘরে স্তূপ করে রাখা ছিল। এরমধ্যে চারটি কুকুরকে জীবিত উদ্ধার করা গেছে, তবে তাদের মধ্যে দুটি কুকুরের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গেয়ংগি প্রদেশের ইয়াংপিয়ংয়ে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কুকুরের মরদেহগুলো ঘটনাস্থল থেকে সরানোর কাজ শুরু হয়েছে।

পুলিশ বলছে, রাস্তা থেকে মালিকবিহীন এসব কুকুরকে ধরে বাড়িতে নিয়ে আসতেন ওই বৃদ্ধ। এরপর তাদের না খেতে দিয়েই নৃশংসভাবে হত্যা করতেন তিনি। নিহত কুকুরগুলোকে একটির ওপর আরেকটি রেখে একটি বিশাল স্তূপ তৈরি করেছেন ঐ বৃদ্ধ। তবে কী কারণে তিনি এমন নৃশংসভাবে পশু হত্যা করতেন তিনি তা জানা যায়নি।

দেশটির প্রাণি অধিকার সংরক্ষণ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, কুকুরগুলোর যত্ন নেয়ার জন্য ওই ব্যক্তিকে অর্থ দেয়া হয়েছিল। প্রতিটি কুকুরের জন্য ১০ হাজার ওয়ান নিয়েছেন তিনি। এরপরও ২০২০ সাল থেকে তাদের একটি ঘরের মধ্যে অনাহারে রেখে হত্যা করেছেন।

সম্প্রতি এক নারী তার হারিয়ে যাওয়া কুকুরকে খুঁজতে গিয়ে এই নৃশংস ঘটনা জানতে পারেন। এরপরই তিনি পুলিশকে বিষয়টি জানান। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এসজেড/



Exit mobile version