জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাঃ সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ইসির করা মামলায় রিমান্ড শুনানি শেষে বৃহস্পতিবার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে দুটি এনআইডি করার রহস্য উদঘাটন ও তদন্তে ১ সেপ্টেম্বর সাবরিনাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। গেল ৩০ আগষ্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করায় অভিযোগে,গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডাঃ সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন।