চরম পানি সংকটে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাসিক জেলা। প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে সুপেয় পানির যোগাড় করতে হচ্ছে বাসিন্দাদের। সবচেয়ে দুরাবস্থার শিকার গাঙ্গোদুয়ারি জেলায় বাসিন্দারা। ৭০ ফুট গভীর কুপ থেকে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। আর বৃষ্টিপাতের অভাবে তীব্র খরায় পানির স্তর ক্রমেই আরও নিচে নেমে যাচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিপজ্জনকভাবে এসব এলাকার মানুষের পানি সংগ্রহের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংকট কাটাতে বিষয়টি তদারকি শুরু করেছে প্রশাসন। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল।
অবশ্য স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। খরাপ্রবণ এসব এলাকা পানির জন্য বর্ষাকালের ওপর নির্ভরশীল।
এসজেড/