Site icon Amra Moulvibazari

আরো ১ বছর বার্সালোনা ক্লাবেই থাকছেন মেসি

আরো ১ বছর বার্সালোনা ক্লাবেই থাকছেন মেসি

লিওনেল মেসির বাবার সঙ্গে বার্সেলোনা ক্লাব সভাপতির মিটিংয়ের পরদিনই বদলে গেলো চিত্র। আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন তারকা। এমন দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের।

চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন ইউনিকের বিপক্ষে ৮-২ গোলে হারের পর ক্লাব ছাড়ার কথা জানান মেসি। ে ন্যে তল্পার শুরু হয় ফুটবল বিশ্বে।

শোনা যাচ্ছিল ম্যানচেষ্টার সিটিতে যোগ দিবেন তিনি। প্রি ট্রান্সফারের দাবি নিয়ে বুধবার বার্সা সভাপতির সঙ্গে দেখা করেন আর্জেন্টাইন তারকা মেসির বাবা।

কিন্তু তাতে সম্মতি জানায় নি কাতালান ক্লাবটি। তারা জানিয়ে দেয় চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে চাইলে বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতেই হবে।

সব ধরণের জটিলতা এড়িয়ে যেতে শেষ পর্যন্ত ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প নৌ’তেই থাকবেন লিওনেল মেসি।


আরো পড়ুনঃ লাদাখে সংঘর্ষের জেরে পাবজি সহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version