লাদাখ সীমান্তে নতুন উত্তেজনার মধ্যে চীনের আরও ১১৮ টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ে তালিকায় রয়েছে জনপ্রিয় অনলাইন মোবাইল গেম পাবজি।
ভারতে পাবজি গেমের সক্রিয় খেলোয়ার প্রায় পাঁচ কোটি। বুধবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় সার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে জুনে টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।
গত মে মাস থেকেই লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘাত চলছে। ১৫ই জুন তল্লাশি চৌকিতে দুই দেশের সেনাদের সংঘর্ষে প্রাণ হারায় ভারতের ২০ সেনা সদস্য।
আড়াই মাসে ব্যবধানে আবারো ২৯শে আগস্ট উত্তেজনা দেখা দেয় সীমান্তে। যাতে প্রাণ হারান এক ভারতীয় সেনা। এরই জের ধরে ভারতে নতুন করে ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত সরকার।
আরো পড়ুনঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ তদন্ত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari