এই গ্রীষ্মে পুরো ইউরোপ জুড়ে বিশেষ করে পূর্ব ইউরোপে প্রায় ৮ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্নায়ুযুদ্ধের পর এটিই হবে সবচেয়ে বড় সেনা বহর মোতায়েনের ঘটনা। শুক্রবার (২৯ এপ্রিল) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অপারেশনে ৭২টি চ্যালেঞ্জার, ১২টি এএস৯০ ট্র্যাক করা আর্টিলারি বন্দুক এবং ১২০টি ওয়ারিয়র সাঁজোয়া যান ফিনল্যান্ড থেকে উত্তর মেসিডোনিয়া পর্যন্ত দেশগুলিতে মোতায়েন করা হবে।
এই অপারেশনে যুক্তরাজ্যের সেনাদের সাথে সামরিক জোট ন্যাটো ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স অ্যালায়েন্স অংশ নেমে। ন্যাটোতে না থাকলেও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স অ্যালায়েন্সে আছে ফিনল্যান্ড ও সুইডেন।
🇬🇧 Thousands of @BritishArmy troops are deploying across Europe for a series of planned exercises.
Alongside allies and partners from @NATO and the Joint Expeditionary Force, soldiers will combine capabilities and values to promote peace and security.
➡️ https://t.co/4CF2q9Cd8K pic.twitter.com/YUyMn01s8k
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) April 29, 2022
ফিল্ড আর্মির লেফটেন্যান্ট জেনারেল রালফ উডডিস বলেছেন, যুক্তরাজ্য ইউরোপের প্রতিরক্ষা এবং রুশ আগ্রাসন প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আরও পড়ুন: ছেলের জামিন করাতে গিয়েছিলেন মা, থানার ভেতরে ম্যাসাজ নিলেন পুলিশ অফিসার!
জেডআই/