Site icon Amra Moulvibazari

আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ তদন্ত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ তদন্ত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে যুদ্ধাপরাধে জড়িত মার্কিন সেনাদের বিচারের উদ্যোগ নেয়া আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির দুই তদন্ত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

তারা হলেন আইসিসির প্রধান কৌশলী ফতৌ বেনসৌদা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ফাকিসো মোচোকুকু।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্থানীয় সময় বুধবার রাতে এই ঘোষণা দেন। তিনি বলেন আইসিসির অন্যায্য তদন্ত থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন নাগরিকদের টার্গেট করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তদন্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেন পম্পেও। তদন্তের সাথে জড়িতরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন বলে জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে উদ্ব্যেগ জানিয়েছে জাতিসংঘ।


আরো পড়ুনঃ আওয়ামী লীগের উপর মানুষের সর্বোচ্চ আস্থা রয়েছে – ওবায়দুল কাদের

আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version