Site icon Amra Moulvibazari

বিসিবির পেজে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচ

বিসিবির পেজে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচ


ছবি: সংগৃহীত

সম্প্রচার নিয়ে জটিলতা শেষ অবধি কাটেনি। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট দেখা যায়নি টিভিতে। তবে ম্যাচের তৃতীয় দিনে এসে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে ম্যাচটি।

এবার ফ্রিতেই ম্যাচটি দেখার ব্যবস্থা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগার্স’ থেকে ম্যাচটি সরাসরি দেখাচ্ছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করে ক্যারিবীয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে টাইগাররা।

/এনএএস



Exit mobile version