Site icon Amra Moulvibazari

‘জওয়ান’ এ শাহরুখের বিপরীতে বিজয়

‘জওয়ান’ এ শাহরুখের বিপরীতে বিজয়


শাহরুখের আসন্ন ‘জওয়ান’ এ খল চরিত্রে দেখা যাবে আলোচিত দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে।

শাহরুখ খানের নতুন সিনেমার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন চলচ্চিত্রপ্রেমীরা। চার বছর আগে তাকে শেষবার ‘জিরো’তে পর্দায় দেখেছিলেন দর্শক। জিরো তেমন সফল ছিল না বক্স অফিসে। এবার তাই দক্ষিণী পরিচালকের হাত ধরেছেন কিং খান, সিনেমার নাম ‘জওয়ান’। শাহরুখের নায়িকা নয়নতারা। এ খবর সামনে এসেছে আগেই। তবে এবার সামনে এলো আরেকটি বড় খবর।

বক্স অফিস জুড়ে এখন শুধুই দক্ষিণী সিনেমার রাজত্ব। ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘আরআরআর’- একের পর এক ব্লকবাস্টার হিট দক্ষিণী সিনেমা এখন দর্শক মনে রাজত্ব করছে। অপরদিকে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সিনেমা বলতে গেলে পাচ্ছেই না সাফল্যের স্বাদ। এ অবস্থায় পরপর তিনটি সিনেমা নিয়ে ‘বাদশা’র মতো কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ।

দক্ষিণী সিনেমার এই সাফল্যের মাঝে কি শাহরুখের সিনেমা দাঁড়াতে পারবে? বক্স অফিসে দক্ষিণী সিনেমাকে ‘টেক্কা’ দিতে নাকি শাহরুখের ভরসা এখন দক্ষিণী পরিচালকরা। গত আইপিএলের সময়ই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে পরিচালক অ্যাটলি’র কথা হয়েছিল। তখনই চূড়ান্ত হয় ‘জওয়ান’।

‘জওয়ান’এর পোস্টার প্রকাশ করা মাত্রই অনুরাগীদের মধ্যে শুরু হয় চর্চা। কিছুদিন আগে টিজারে ভিন্ন ও ভয়ঙ্কর লুকে হাজির হন শাহরুখ। সিনেমায় প্রথমবারের মতো লেডি সুপারস্টার নয়নতারার সাথে জুটি বাঁধবেন তিনি। সবকিছু তো ঠিক, কিন্তু শাহরুখের বিপরীতে ভিলেন কে হবেন?

এ সিনেমায় ভিলেনের ভূমিকায় দেখা যেতে পারে আরেক দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে। বিজয় এ মাসের শেষের দিকে চেন্নাইয়ে ‘জওয়ান’ এর শুটিং শুরু করবেন বলেও জানা গেছে। যদিও বিজয় প্রথমদিকে এ সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না। পরে শাহরুখের অনুরোধে ‘জওয়ান’ এ চুক্তিবদ্ধ হন তিনি।

জানা গেছে, শাহরুখের বিপরীতে একজন শক্তিশালী অভিনেতাকে দরকার ছিল নির্মাতাদের। এক সাক্ষাতকারে পরিচালক অ্যাটলি বলেছিলেন, একেবারে ‘দুধর্ষ দুশমন’। অ্যাটলির সেই চাহিদা পূরণ করেছেন বিজয়। সব ঠিক থাকলে প্রথমবারের মতো পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ-বিজয়কে।

এর আগে, আলোচিত এই খল চরিত্রের জন্য প্রথমে ‘বাহুবলী’ খ্যাত রানা দাগুবাতিকে ভাবা হয়েছিল। তবে তার শিডিউল না থাকায় বিজয় সেতুপতিকে বেছে নেয়া হয়। বলিউড তারকা আমির খানেরও সিনেমায় কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

‘৯৬’, ‘মাস্টার’, ‘বিক্রম ভেদা’র মতো সিনেমায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বিজয়। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘বিক্রম’ সিনেমায় ভিলেনের ভূমিকায় অনবদ্য অভিনয় করে আলোচনার ঝড় বইয়ে দিয়েছেন। শাহরুখের সঙ্গে তার অভিনয়ের খবরটি শুনে দর্শকরা তাই অনেক বেশি উচ্ছ্বসিত। রুপালী পর্দায় একদিকে কিং খান অন্যদিকে বিজয় সেতুপতির সংঘর্ষ দেখার অপেক্ষায় মুখিয়ে এখন ভক্তরা। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’।

/এসএইচ

          



Exit mobile version