Site icon Amra Moulvibazari

ক্লাবের মার্চেন্ডাইজিং ও টিভি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত বার্সেলোনার

ক্লাবের মার্চেন্ডাইজিং ও টিভি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত বার্সেলোনার


ছবি: সংগৃহীত

আর্থিক সঙ্কট কাটাতে ক্লাবের মার্চেন্ডাইজিং ও টিভি স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে, এই দুই চুক্তি সম্পন্ন হলে মোটা অঙ্কের টাকা পাবে কাতালান ক্লাবটি। এর ফলে রবার্ট লেভানদোভস্কি, বার্নাদো সিলভার মতো তারকা ফুটবলারকে দলে নেবার সুযোগ পাবে বার্সা।

করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর একটি বার্সেলোনা। কাতালান জায়ান্টদের অবস্থা এতোটাই খারাপ যে, মেসিকে ছেড়ে দেবার পরও এই মৌসুমের আয় না বাড়লে আর নতুন কোনো ফুটবলার কেনার সুযোগ নেই। এমন পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সে ব্যাপারেই অ্যাসেম্বলি আয়োজন করেছিল বার্সা। সেখানে সভাপতি হুয়ান লাপোর্তা, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ যোগ দিয়েছিলেন ক্লাবের সব সদস্য। এই সভায় ক্লাবের আয় বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।

আয় বাড়িয়ে নতুন ফুটবলার দলে ভেড়ানোর জন্য ক্লাবের মার্চেন্ডাইজিংয়ের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করবে বার্সা। ইতোমধ্যে ক্লাবের কাছে আগ্রহী কোম্পানিও আছে। অর্থাৎ, বার্সেলোনার অফিসিয়াল স্টোর কিংবা অনলাইন থেকে জার্সি, বুটসহ অন্যান্য কিট বিক্রির প্রায় অর্ধেক অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে ক্লাবটি। এছাড়াও বার্সেলোনা তাদের টিভি স্বত্বের ২৫ শতাংশও বিক্রি করছে অর্থের যোগান পেতে। ধারণা করা হচ্ছে, এই দুই চুক্তি থেকে ৬০০ থেকে সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউরো আয় করবে বার্সেলোনা।

লা লিগার আর্টিকেল হান্ড্রেড’র মতে, কোনো ক্লাব তার আয়ের চার ভাগের এক ভাগ খরচ করতে পারবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ ব্যয় করা যাবে। এই দুই চুক্তি সম্পন্ন হলে এই দলবদলেই ফুটবলার কেনার সুযোগ পাবে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেন, অ্যাসেম্বলিতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত হয়েছে ক্লাবের সব সদস্যরা। ক্লাবের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে টিভি স্বত্ব ও মার্চেন্ডাইজিংয়ের শেয়ার বিক্রির বিকল্প ছিল না। আশা করি, আর্থিকভাবে স্বচ্ছল হলে দ্রুতই আমরা আবারো এই দুই খাতের শতভাগ স্বত্ব ফিরিয়ে নিতে পারবো।

ট্রান্সফার মার্কেট থেকে লেভানদোভস্কি, জুলস কুন্ডে, অ্যাজপিলিকুয়েটা, বার্নাদো সিলভার মতো ফুটবলারদের দলে ভেড়ানোর পথটা মসৃণ হবে বলে বিশ্বাস বার্সেলোনার। তবে এই সিদ্ধান্তের পরও ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে ৮৫ মিলিয়নের প্রস্তাব পেলে ম্যানইউর কাছে ছেড়ে দেবে বার্সেলোনা, এমনটি বলছে স্প্যানিশ গণমাধ্যম। ট্রান্সফার ফির চেয়ে ডি ইয়ংয়ের মোটা অঙ্কের বেতনের খরচ কমানোটাই মূল লক্ষ্য বলা হচ্ছে প্রতিবেদনে।

আরও পড়ুন: ‘জার্মানির ভাগ্য ভালো, তাই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা’

/এম ই



Exit mobile version