Site icon Amra Moulvibazari

অভিবাসীবান্ধব নীতির প্রভাবে কানাডায় জনসংখ্যার হার ঊর্ধ্বমূখী

অভিবাসীবান্ধব নীতির প্রভাবে কানাডায় জনসংখ্যার হার ঊর্ধ্বমূখী


গত বছর কানাডার জনসংখ্যা বেড়েছে রেকর্ড ১০ লাখের বেশি। জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবে ফেলেছে জাস্টিন ট্রুডো সরকারের অভিবাসীবান্ধব নীতি। খবর বিবিসির।

সরকারি তথ্য বলছে, ৩ কোটি ৮৫ লাখ থেকে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজারের ওপর। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই হার ২ দশমিক ৭ শতাংশ। যা ১৯৫৭ সালের পর সর্বোচ্চ। ২০১৫ সালে ক্ষমতায় আসার পরই অভিবাসীবান্ধব নীতি গ্রহণ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শ্রম সংকট মোকাবেলায় ২০২৫ সালের মধ্যে ৫ লাখ অভিবাসী গ্রহনের পরিকল্পনা নেয়া হয় গত বছর। এই উদ্যোগের আওতায় এরইমধ্যে ৬ লাখের বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। কানাডায় প্রবেশ করেছে ১ লাখ ৩০ হাজারের বেশি।

/এমএন



Exit mobile version