Site icon Amra Moulvibazari

১৬ বছর পর সেমিতে এসি মিলান

১৬ বছর পর সেমিতে এসি মিলান


নাপোলির মাঠে জিততে পারেনি এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শেষ অর্ধের যোগ করা সময়ে গোল হজম করে তারা। লিড নিয়েও তাই ১-১ গোলে ড্র করতে হয় মিলান ক্লাবকে। তবে প্রথম লেগ ১-০ গোলে জেতার সুবিধা পেয়েছে তারা। দুই লেগের অগ্রগামিতায় ২-১ গোলে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে এসি মিলান।

রাতে অলইতালিয়ান কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ১-০ গোলে হারের অভিজ্ঞতা নিয়ে ঘরের মাঠ ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে এসি মিলানকে আতিথ্য দেয় নাপোলি। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি পায় এসি মিলান। কিন্তু স্ট্রাইকার জিরুর নেয়া স্পটকিক রুখে দেন নাপোলি কিপার অ্যালেক্স মেরেত।তবে ৪৩ মিনিটে গোল পায় মিলান। এবার রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত অ্যাসিস্টে নাপোলির জালে বল জড়াতে ভুল করেননি জিরু।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নাপোলি। কিন্তু পেনাল্টি মিস করেছে তারাও। ৮২ মিনিটে কাভারা স্পটকিক রুখে দেন মিলান কিপার মাইগনান।

ম্যাচের অন্তিম মুহূর্তে গোল পায় নাপোলি। ইনজুরি সময়ে ভিক্টর ওসামিনার গোলে ম্যাচ ১-১ গোলে ড্র হলেও, দুই লেগ মিলে ২-১ গোলের জয়ে সেমিতে জায়গা করে নেয় ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান।

ইউএইচ/



Exit mobile version