Site icon Amra Moulvibazari

খেলতে গিয়ে মাঠে ৩৫২ রাউন্ড গুলি পেলেন যুবকরা

খেলতে গিয়ে মাঠে ৩৫২ রাউন্ড গুলি পেলেন যুবকরা


নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় একদল যুবক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার ভোলাইল মাঠে খেলতে গিয়ে স্থানীয় যুবকরা গুলিগুলো দেখতে পেয়ে সরাসরি থানায় নিয়ে আসেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, যেহেতু পুলিশ পয়েন্ট টু টু বোর ব্যবহার করে না, তাই ধারণা করা হচ্ছে এগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া গুলির একটি অংশ।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে একদল দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। তারা ক্লাবের ভল্ট ভেঙে ৮৩টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও সাড়ে ১০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যান।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version