Site icon Amra Moulvibazari

চাঁদপুরে ১৩৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ কোস্টগার্ডের

চাঁদপুরে ১৩৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ কোস্টগার্ডের


জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল।

চাঁদপুরে একাধিক গোডাউনে অভিযান চালিয়ে ১৩৫ কোটি টাকার নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত জালগুলো এরই মধ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার ৩টি কারেন্ট জালের গোডাউন এবং চাই নেট এর গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কোটি ১৫ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ মনোফিলামেন্ট পুষ জাল এবং ১০০ পিস চায়ানা চাই জাল জব্দ করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় ১৩৫ কোটি ১০ লক্ষ ২৫ হাজার টাকা।

জব্দকৃত জালগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্।

এসজেড/



Exit mobile version