Site icon Amra Moulvibazari

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের উপর ট্রাম্প সমর্থকদের হামলা

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের উপর ট্রাম্প সমর্থকদের হামলা

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত এক জন নিহত হয়েছে। এদিকে, পুলিশি নির্যাতন বন্ধের জোর দাবিতে কেনোশায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

‘ব্ল্যাক লিভস ম্যাটার’ স্লোগানে মুখর উইসকনসিনের কেনোশা শহরের রাজপথ। শনিবারও হাজার হাজার মানুষ বর্ণবাদ বিরোধী বিক্ষোভে অংশ নেন।

এ দিন সাধারণ মানুষের পাশাপাশি বিক্ষোভে অংশ নেন পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ ব্লেকের স্বজনরা। সন্তানের প্রতি অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান ব্লেকের বাবা।

এদিকে পোর্টল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যেই পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহতের ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে গেলো সপ্তাহে কেনোশার বর্ণবাদ বিরোধী বিক্ষোভে সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে কেনোশা সফর করার কথা জানান তিনি। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো জানান, শান্তি ফেরাতে ন্যাশনাল গার্ডের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। আরো কয়েকশো সদস্য পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।


আরো পড়ুনঃ সন্ধ্যায় নিখোঁজ! সকালে শ্রীমঙ্গল চা বাগান থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version