Site icon Amra Moulvibazari

যৌথ অভিযানে সক্ষমতা বাড়াতে নরওয়েতে সামরিক মহড়ায় ব্যস্ত পশ্চিমা মিত্ররা

যৌথ অভিযানে সক্ষমতা বাড়াতে নরওয়েতে সামরিক মহড়ায় ব্যস্ত পশ্চিমা মিত্ররা


ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

নরওয়েতে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় মিত্ররা। নয় দেশের ২০ হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায়। প্রতি দু’বছর অন্তর চালানো হয় এ মহড়া।

জানা গেছে, ৫০টি এয়ারক্রাফট ও ৪০টি যুদ্ধযান নিয়ে নরওয়ের উত্তরাঞ্চলে চলছে সামরিক অনুশীলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যৌথ অভিযানের সক্ষমতা ঝালাই এ মহড়ার উদ্দেশ্য। এ মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের বেশিরভাগই নরওয়ের। বাকিরা কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে এসেছে।

/এসএইচ



Exit mobile version