বরিশালে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। নিহত প্রসূতির নাম রুবি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে পরিবার ক্লিনিকে কিছুক্ষণ বাক-বিতণ্ডা করলেও পরে মরদেহ নিয়ে বাড়ি ফিরে যায়।
পুলিশ জানায়, প্রসুতি রুবিকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনে বাচ্চা হলেও অসুস্থ হয়ে পড়ে রুবি। ডাক্তার ও নার্স তাকে একটি ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পর মারা যায় সে।
পরিবারের দাবি, ওই ইনজেকশনের কারণেই মৃত্যু হয়েছে তার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এসজেড/