Site icon Amra Moulvibazari

ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে ডোনেশনের নামে চলছে বাণিজ্য মৌলভীবাজারে

ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে ডোনেশনের নামে চলছে বাণিজ্য মৌলভীবাজারে

মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলে ডোনেশনের নামে নতুন শিক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। আর্থিক অসচ্ছল অনেক অভিভাবকরা ঋন করে এ টাকা আদায় করছেন । পাশাপাশি ওই শিক্ষার্থীর কাছ থেকেই আবার অন্যান্য ফি’ র সঙ্গে অবকাঠামো উন্নয়ন ফি’ ও আদায় করা হচ্ছে ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার কেজিওয়ানে ১১৩ জন নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ডোনেশনের বাবদ নয় হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ১৭লাখ টাকা আদায় করা হচ্ছে ।পাশাপাশি ঐ শিক্ষার্থীদের কাছ থেকেই বিদ্যালয় অবকাঠামোসহ অন্যান্য ফি বাবদ আরও দুই হাজারপাঁচশত টাকা আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ।এ নিয়ে ফুসে উঠেছেন অনেক অভিভাবক।

এদিকে পুরাতন শিক্ষার্থাদের কাছ থেকেই তিনহাজার চারশত টাকা এবং হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকা, ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার ছয়শত পঞ্চাশ টাকা, ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীপর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার সাতশত ও হিন্দু শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার আটশত টাকা আদায় করা হচ্ছে ।

এ বিষয়ে বিদ্যালয়র প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে টাকা আদায় করছি। অনেক অভিভাবকের পক্ষে ডোনেশনের এ টাকা দেয়া সম্ভব হচ্ছে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,স্কুলটির মূলত এলিস শ্রেণীর জন্য। অভিভাবকদের বাৎসরিক আয় পর্যালাচনা করেই শিক্ষার্থী ভর্তি করা হয়। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বেতনসহ অন্য কাজে এ টাকা হয়ত করা হচ্ছে। সরকারি বরাদ্দ কম থাকায় ইতিমধ্যে শিক্ষার্থীদের টাকা দিয়েই ভবন নির্মানসহ বিভিন্ন কাজ করা হয়েছে ।

Exit mobile version