Site icon Amra Moulvibazari

হাঁড়িতে মিললো হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ

হাঁড়িতে মিললো হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ


হংকংয়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোই। ছবি : সংগৃহীত

হংকংয়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রামের একটি বাড়ির স্টিলের বড় স্যুপের হাঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর সিএনএন’র।

খবরে বলা হয়েছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার সাবেক স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, অ্যাবিকে শেষবারের মতো দেখা গিয়েছিল হংকংয়ের কাউলুন সিটিতে। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে থাই পো গ্রামের একটি বাড়ি থেকে তার দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। সাবেক স্বামী অ্যালেক্স কোয়াংয়ের সঙ্গে অনেকদিন ধরেই টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলা চলছিল অ্যাবির। সেই দ্বন্দ্বের জেরেই অভিনেত্রীকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি অ্যাবি চোই ভোগ চায়নার প্রচ্ছদে মডেল হয়েছিলেন। এছাড়া কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এ অভিনেত্রী।

এএআর/



Exit mobile version