Site icon Amra Moulvibazari

করোনা সংকটে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগে পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

করোনা সংকটে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগে পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

করোনা সংকটে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে করোনা স্কোয়াড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি সচেতনামূলক নানা প্রচারণা চালানোর পাশাপাশি অসহায় দুস্থ মানুষের খাদ্যসহায়তায় দিচ্ছে

সংকটকালে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।করোনা ভাইরাস কি …? কিভাবে করোনা ভাইরাস থেকে সতর্কথাকবেন…? এই ভাইরাস থেকে বাঁচতে হলে জীবণযাপন কেমন হওয়া উচিত…? এইসব বিষয় বিষয়বস্ত সম্বলিত পথনাটক নিয়ে ঝিনাইদহেসাধারণ মানুষকে সচেতন করেছে একদল তরুণ।

করোনাকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হীরক মুশফিকের নেতৃত্বে গড়ে উঠা এই সংগঠনটির নাম করোনা স্কোয়াড। সংগঠনটির সদস্যরা জেলার বিভিন্ন প্রান্তে পথনাটকের আয়োজন করেন।

তরুনরা তুলে ধরেন করোনায় করণীয়। সংগঠনটির আরো একটি একটি চমকপ্রদ উদ্যোগ হলো সেবার গাড়ি।বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয়সবজি বাজার নিয়ে গ্রামে গ্রামে নিম্নবিত্তদের কাছে পৌঁছে যাচ্ছে গাড়ির মাধ্যমে

সেবায় গাড়িতে রয়েছে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগঠনটি গত ২৭ মার্চ নাট্যদিবস থেকে শুরু করে পর্যন্ত সরাসরিস্থানীয় পর্যায়ে শতাধিক পরিবারকে সহায়তা দিয়েছে।

Exit mobile version