Site icon Amra Moulvibazari

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন দেয়া দেখতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে কিশোর নিহত

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন দেয়া দেখতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে কিশোর নিহত


স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয় এতে অপুসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

/এনকে 



Exit mobile version