Site icon Amra Moulvibazari

৪ বছর কোলন ক্যান্সারের সাথে যুদ্ধ করে হার মানলেন ব্ল্যাক প্যান্থার

৪ বছর কোলন ক্যান্সারের সাথে যুদ্ধ করে হার মানলেন ব্ল্যাক প্যান্থার

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা চ্যাডউইক বোসম্যান। স্থানীয় সময় শুক্রবার লস এঞ্জেলেসে নিজ বাসভবনে এই প্রখ্যাত অভিনেতার মৃত্যু হয়। ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

যুক্তরাষ্ট্রের বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার শিল্পী জেমস ব্রাউন, জেকি রবিনোন সহ বাস্তব জীবনের অনেকের নাম ভুমিকায় অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান। তবে ২০১৮ সালে মার্ভেল সুপারহিরো চলচিত্র ব্ল্যাক প্যান্থারে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পান তিনি।

চ্যাডউইক বোসম্যানের ব্ল্যাকপ্যান্থার বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবির পাশাপাশি সেরা ছবি সহ ছয়টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনিত হয়।

বিশ্বজুড়ে কয়েকশ কোটি ডলারের ব্যবসা করে ছবিটি। পরবর্তীতে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, ২০১৮ সালের অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার এবং সবশেষ অ্যাভেঞ্জারস এন্ড গেম এ আবির্ভাব হয় চ্যাডউইক বোসম্যানের।

বোসম্যানের মৃত্যুর খবরে হলিউড অঙ্গন সহ ভক্ত ও অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোখাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে স্মরণ করছেন প্রিয় অভিনেতাকে।

অভিনেতা ডোয়াইন জনসন সহ হলিউড তারকারা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

চার বছর আগে বোসম্যানের শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। তবে তা প্রকাশ করা থেকে বিরত থাকে তার পরিবার। ক্যান্সারকে সঙ্গে নিয়ে হলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল চলচিত্র উপহার দিয়েছেন বোসম্যান।

Exit mobile version