Site icon Amra Moulvibazari

সারাদেশে নতুন করে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের স্তব্ধ করতে চায় সরকার: মির্জা ফখরুল

সারাদেশে নতুন করে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের স্তব্ধ করতে চায় সরকার: মির্জা ফখরুল


সারাদেশে নতুন করে মিথ্যা মামলায় গ্রেফতার করে নেতাকর্মীদের স্তব্ধ করে রাখতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি দমিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। দেশটাকে নরকে পরিণত করেছে।

এ সময় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উস্কানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। একই কায়দায় ২০২৪ এর নির্বাচনও করতে চায় তারা। তবে বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আন্দোলন ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

এ সময় সরকারকে ১০ দফা মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান মির্জা ফখরুল। জানান, ১৮ মার্চ দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসজেড/



Exit mobile version