দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, বিএনপির মধ্যে ভয়াবহ সংকট চলছে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে পিআইডি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের সংকট রয়েছে। বিএনপির চেয়ারপার্সন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক, এ অবস্থায় দলটিতে চেইন অব কমান্ড নেই। তারেক রহমানের নেতৃত্ব বিএনপির অনেক সিনিয়র নেতা মানেন না, আবার মির্জা ফখরুল ইসলামকে অনেকে পছন্দ করেন না বলেও মন্তব্য করেন তিনি
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে, তখন পেট্রোল বোমার আতংক বোধ করে সাধারণ মানুষ। মানুষ তাদের আর এ ধরনের আন্দোলন করতে দিবে না। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, মধ্যাহ্ন ভোজের দাওয়াতের কারণেই আওয়ামী লীগের প্রতিনিধিরা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। বিএনপির মতো আগ বাড়িয়ে নালিশ করতে বা পদলেহন করতে যায়নি বলেও জানান তথ্যমন্ত্রী।
ইউএইচ/