Site icon Amra Moulvibazari

স্ত্রীর সাথে দেখা হওয়ার আগেই মারা গেলেন মিলন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

স্ত্রীর সাথে দেখা হওয়ার আগেই মারা গেলেন মিলন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬


নিহত আনিসুল হক মিলন।

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ওই সড়ক দুর্ঘটনায় আহত ফেনীর দাগনভূঞার আনিসুল হক মিলন সাউথ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকালে সাউথ আফ্রিকার নবিউফোর্ট ওয়েস্ট শহরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও ২ জন আহত হন। আহতদের মধ্যে মিলন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।

দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমি সাউথ আফ্রিকায় কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। সব লাশকে আমরা একসাথে আনার চেষ্টা করছি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। অন্যরা হচ্ছেন- ফেনীর ইসমাইল হোসেন, দাগনভূঁইয়ার রাজু আহমেদ, একই উপজেলার মো. মোস্তফা কামাল এবং সোনাগাজীর আবুল হোসেন ও নাদিম হোসেন।

নিহত মিলনের পিতা বাহার মিয়া জানান, গত ১৫ দিন আগে আমাদের এক আত্মীয়ের মেয়ের সাথে মোবাইল ফোনে মিলনের বিয়ে হয়েছিল। প্রায় ১৩ বছর পর ছুটি নিয়ে দেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো মিলন। নিহত অন্যরা সেদিন মিলনকে এগিয়ে দিতে বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

/এসএইচ



Exit mobile version