Site icon Amra Moulvibazari

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত: সাইফ আলি খান

বয়সে ছোট, সুন্দরী নারী বিয়ে করা উচিত: সাইফ আলি খান


সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দুজনই বলিউডের আলাদা নক্ষত্র। যদিও ঘর বেধেছেন এক সাথে। দুজনের বয়সের পার্থক্য ১০ বছরের। সাইফের মতে, বয়সের এই তফাৎ নাকি সম্পর্কের যাদু ধরে রাখে। এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেন, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। খবর আনন্দবাজার পত্রিকার।

সাইফ এর পরই নিজের উদাহরণ টেনে জানান, করিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভাল ব্যাপার। বলেন, ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়।

এর আগে বয়সে বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। বিচ্ছদের পর ২০০৮ সালে তাশান ছবির সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। দুই বছর পর বিয়ে করেন এ দুই তারকা।

এটিএম/



Exit mobile version