Site icon Amra Moulvibazari

কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম: মৌসুমী

কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম: মৌসুমী


মৌসুমী-ওমর সানীর সংসারে মেঘ জমেছিল ক’দিন ধরেই। তা এখন কেটে গেছে। যা স্পষ্ট হয়, গত বৃহস্পতিবার মধ্যরাতে ওমর সানীর প্রকাশ করা ছবিতে পরিবারের সবাইকে একসঙ্গে দেখা গেলে। যেখানে একসঙ্গে বসে খাচ্ছেন মৌসুম-ওমর সানীসহ পরিবারের অন্যান্যরা।

এদিকে, এবার ইনস্টাগ্রামে ১৭ জুন রাতে এলো চুলের ছবি প্রকাশ করেছে মৌসুমী। লিখেছেন, মনের কিছু কথা। লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনও একসময় বলবো যদি বেঁচে থাকি।’

আরও লিখেছেন, ‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’

/এমএন



Exit mobile version