অনাগত সন্তানকে দেখে যেতে পারলেন না সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় আহত মির্জা আজম। শনিবার (১১ মার্চ) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। এনিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে ২৩ জনের প্রাণ গেলো।
নিহত মির্জা আজমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি কুইন স্যানিটারি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানেটারি দোকানে চাকরি করতেন। রাজধানীর হাতিরঝিলের পাশে মধুবাগ এলাকায় তিনি পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।
আজমের একটি সন্তান আছে এবং তার স্ত্রী গর্ভবতী। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, এখনো গুরুতর অবস্থায় সাতজন ভর্তি আছেন। এদের সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।
এসজেড/