লক্ষীপুরের রায়পুরে নেশার টাকা না পেতে মাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে । এ ঘটনায় ঘাতক ছেলে মোঃ জাফরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীরা জানায়, স্থানীয় রাখালীয়া গ্রামের সর্দারবাড়ীর হোসেন আহমদের ছেলে জাফর গত কয়েক মাস ধরে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস্থ হয়। ওই টাকা পরিশোধ করতে সে বিভিন্ন সময়ে তার মাকে চাপ দেয়াসহ খারাপ আচরণ করতো।
শুক্রবারও তার মায়ের সাথে তার বাক বিতন্ড হয়। এক পর্যায়ে সে তার মাকে দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে । এসময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করলেও মাকে বাঁচাতে পারেনি। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।