ছেলের জামিনের জন্য থানায় গিয়েছিলেন মা,আর তাকে দিয়েই শরীরে ম্যাসাজ করিয়ে নিলেন থানার এক সিনিয়র কর্মকর্তা। সেই দৃশ্য কে বা কারা মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, একজন নারী থানায় গিয়েছিলেন তার ছেলের জামিন করাতে কিন্তু তাকে দিয়ে ম্যাসাজ করায় ওই পুলিশ অফিসার। এ ঘটনায় ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি রাজ্যের সহরসা জেলায়।
খবরে আরও বলা হয়, ওই পুলিশ কর্মকর্তার নাম শশীভূষণ সিনহা। তিনি পাটনার নওহাটা পুলিশ স্টেশনের সিনিয়র কর্মকর্তা। ওই কর্মকর্তাকে দেখা যায়, থানার ভিতরে খালি গায়ে বসে আছেন। তার হাতে মোবাইল ফোন। তাতে তিনি কথা বলছেন। অন্যদিকে তার উদোম গায়ে ম্যাসাজ করে দিচ্ছেন এক নারী।
ইউএইচ/