পিএসসির পর এবার জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করলো সরকার। করোনার কারণে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে স্কুলে স্কুলে পরীক্ষা নেয়া হতে পারে ১৯ ডিসেম্বরের পর।
করোনা ভাইরাসের থাবায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। ওই সীমা শেষ হওয়ার কয়দিন আগেই বাড়ানো হলো আরো ৩৩ দিন।
দুই দিন আগে ঘোষণা দেয়া হয়েছিল এবার কেন্দ্রীয়ভাবে হবে না প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা। বৃহস্পতিবার ঘোষণা এলো অষ্টম শ্রেণীর জেএসসি- জেডিসি পরীক্ষা হবে না করোনা মহামারির কারণে।
সচিব জানিয়েছেন, একাধিক কর্মপন্থা ঠিক করে অক্টোবর বা নভেম্বরের শুরুতে সচল হতে পারে পুরো দেশে শিক্ষা কার্যক্রম। পরে ক্লাসে উত্তীর্ণের জন্য বিবেচনায় আসতে পারে মেধার রেকর্ড।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন এবং রেডিও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালু থাকছে আগের মতই।
আরো পোস্টঃ ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরিদপুর ছাত্রলীগ সভাপতি নিশান
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari