Site icon Amra Moulvibazari

প্রিন্স ফিলিপের উত্তরসূরি হলেন প্রিন্স এডওয়ার্ড, পেলেন ডিউক অব এডিনবরা উপাধি

প্রিন্স ফিলিপের উত্তরসূরি হলেন প্রিন্স এডওয়ার্ড, পেলেন ডিউক অব এডিনবরা উপাধি


প্রয়াত প্রিন্স ফিলিপ (ডানে), প্রিন্স এডওয়ার্ড (বামে)। ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যে নতুন ডিউক অব এডিনবরা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রিন্স এডওয়ার্ডের। শুক্রবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। খবর বিবিসির।

রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের উত্তরসূরি হিসেবে ডিউক অব এডিনবরা উপাধিতে ভূষিত করেন তার ভাই এডওয়ার্ডকে। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

ব্রিটিশ রাজ সিংহাসনের ১৩তম উত্তরসূরি হিসেবে আগামী মে মাসে আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে প্রিন্স এডওয়ার্ডের। এরপরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা। প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন।

এসজেড/



Exit mobile version