Site icon Amra Moulvibazari

৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় সৌদি প্রবাসীকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করলো ওসি প্রদীপ

৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় সৌদি প্রবাসীকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করলো ওসি প্রদীপ

প্রবাসী মাহমুদুর রহমানের কাছ থেকে চাঁদা না পেয়ে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ উঠেছে ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ভাই নুরুল হোসাইন এই নালিশ করেন।

অভিযোগ আনা হয়েছে প্রদীপ কুমার দাশ সহ আরো ১৬ পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার পূর্বের মামলা এবং নিহতের ময়না তদন্ত হয়েছে কি না তা আগামী দশ দিনের মধ্যে জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক হেলাল উদ্দিন।

বাদীর আইনজীবি জানান, গত মার্চে সৌদি প্রবাসী মাহমুদুর রহমানকে আটক করে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন টেকনাফ থানার এসআই দ্বীপক বিশ্বাস।

পরে পাঁচ লাখ টাকা দেয়া হলেও বাকি টাকা না দেয়ায় ৩১ মার্চ রাতে টেকনাফ থানার হিলা এলাকায় মাহমুদুর রহমানকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।


আরো পড়ুনঃ

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version