Site icon Amra Moulvibazari

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পেরু, নিহত ৬

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পেরু, নিহত ৬


সরকার বিরোধী বিক্ষোভে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল পেরু। এরই মধ্যে দেশটিতে আঘাত হেনেছে প্রাকৃতিক বিপর্যয়। ঘূর্ণিঝড় ইয়াকু’র প্রভাবে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে পেরুর উত্তরাঞ্চল। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। ঘটেছে হতাহতের ঘটনাও। খবর এমএসএন এর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এ পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে আরও ৫ জন।পানিবন্দি হয়ে পড়েছে একাধিক অঞ্চলের মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির জরুরি বিভাগ।

এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে দেশটির বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। বাস্তুচুত্য হয়েছে কয়েক’শ মানুষ। স্থানীয় নদীগুলোর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে লাম্বাচেক, থামস, পিউরা শহরের বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে।

পার্বত্য অঞ্চলের ৫৮৬টি জেলায় ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির জরুরি বিভাগ। ঝড়ের প্রভাবে আরও কয়েকদিন লা লিবারটেড, লিমা ও আঙ্কাশ শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এসজেড/



Exit mobile version