Site icon Amra Moulvibazari

৪২ কোটি টাকা দুর্নীতির মামলায় বিডিনিউজ২৪ এর সম্পাদকের জামিন

৪২ কোটি টাকা দুর্নীতির মামলায় বিডিনিউজ২৪ এর সম্পাদকের জামিন

দুর্নীতির মামলায় অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। তাকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে আদালত।

শুনানিতে দুদকের আইনজীবি খুরশীদ আলম খান বলেন, বিভিন্ন একাউন্টে ৪২ কোটি টাকা রেখেছেন খালিদী। একই সাথে ছেলের একাউন্টেও টাকা পাঠানো হয়েছে।

তবে বিডিনিউজ সম্পাদকের আইনজীবি মতিন খসরু বলেন, কোনো বেআইনি লেনদেন হয় নি বরং নিয়মিত আয়কর পরিশোধ করেন খালিদী।

গত ৩০ জুলাই খালিদীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। এতে ৪২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের অভিযোগ আনে দুদক।


আরো পড়ুনঃ

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version