Site icon Amra Moulvibazari

আজানে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফিলিপাইনের টিকটকার

আজানে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফিলিপাইনের টিকটকার


ছবি: সংগৃহীত

ফিয়োনা জেমস নামের এক ফিলিপাইন টিকটকার নারী ইসলাম গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী এই সেলিব্রিটি ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন জয়নাব। খবর খালিজ টাইমস‘র।

প্রতিবেদনে বলা হয়, ফিয়োনা জেমস ৮ বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দুবাইয়ে চলে আসেন। দুবাইয়ে অবস্থানকালে সেখানকার মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের আজান তাকে আকৃষ্ট করে। আস্তে আস্তে ইসলামের প্রতি প্রভাবিত হয়ে পড়েন তিনি।

তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাকিস্তানি টিকটকার সালমান। জয়নবকে ইসলাম সম্পর্কে জানতে অনেকটা আগ্রহী করে তুলেছেন বন্ধু সালমান।

নিজের ইসলাম গ্রহণের অনুভূতি জানিয়ে জয়নব বলেন, আসলে আমি যখনই আজান শুনি, তখনই আমার ভিন্নরকমের প্রশান্তি অনুভূত হয়। সত্যি কথা বলতে আমার আজানের কিছু শব্দও মুখস্থ হয়ে গিয়েছিল। এর মাধ্যমেই আমার মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়।

/এনএএস



Exit mobile version