দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার ফরিদপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি নিশাহ মাহমুদ শামীম আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট দেবদাস চন্দ্র অধিকারি তার জবানবন্দি নেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তিন দিনের রিমান্ড শেষে আজ শামীমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামী সেচ্ছায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানান।
এর আগে গত ২২ আগস্ট নিশানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬শে জুন ফরিদপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামী করে অবৈধ উপায়ে ২ হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি।
এর প্রেক্ষিতে গত ২১শে আগস্ট ঢাকার উত্তরা এলাকা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে।
আরো পড়ুনঃ
- ফেসবুক স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সহপাঠীর ঘুষির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
- ৩০ হাজার টাকা বেতনের অফিস সহকারি হলেও চড়তেন দামি ব্র্যান্ডের গাড়িতে
- কোমায় নয় কিম জং উন! আবারও জনসমক্ষে আসলেন;
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari