Site icon Amra Moulvibazari

সহপাঠীর ঘুষির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সহপাঠীর ঘুষির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

পিরোজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীর ঘুষিতে প্রাণ গেল স্কুল ছাত্রের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দক্ষিণ রাজারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায় সপ্তম শ্রেণীর ছাত্র রাজ্জাক। এ সময় খেলা নিয়ে সহপাঠী মেহেদী হালদারের সঙ্গে বাক বিতন্ডা হয় তার। এক পর্যায়ে ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়ে রাজ্জাক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকান্ডের পর থেকে অভিযুক্ত মেহেদী হালদার পলাতক রয়েছে।

Exit mobile version