Site icon Amra Moulvibazari

৩০ হাজার টাকা বেতনের অফিস সহকারি হলেও চড়তেন দামি ব্র্যান্ডের গাড়িতে

৩০ হাজার টাকা বেতনের অফিস সহকারি হলেও চড়তেন দামি ব্র্যান্ডের গাড়িতে

দুদকের তথ্য বলছে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল দম্পত্তি হাজার কোটি টাকার মালিক।

বেতন ৩০ হাজার হলেও চড়তেন হ্যারিয়ার ব্র্যান্ডের দামি গাড়িতে। দেশে তার ও স্ত্রীর নামে রয়েছে ২৪টি ফ্ল্যাট ও প্লট। দেশের বাইরেও গড়েছেন বিপুল সম্পদ।

মামলা হওয়ার পর গা ঢাকা দেন এ দম্পত্তি। গুঞ্জন ছিল বিদেশে পালিয়ে যাওয়ার। বুধবার হঠাৎই আদালতে হাজির আবজাল। দুই মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন আদালতে। শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এরপর দুই মামলায় আবজালের বিশ দিন রিমান্ড আবেদন করে দুদক। ২ সেপ্টেম্বর এই আবেদনের শুনানি হবে।

আবজাল কারাগারে গেলেও পলাতক রয়েছেন স্ত্রী রুবিনা খানম। অভিযোগ আছে স্ত্রীর নামেই অধিকাংশ সম্পত্তি করেছেন তিনি। তাকেও গ্রেফতারের প্রচেষ্ঠা চলছে বলে জানিয়েছে দুদক সচিব।

বিএনপির আমালে নিয়োগ পেলেও সব আমলেই সমানভাবেই প্রভাবশালী ছিলেন আবজাল দম্পত্তি। নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঠিকাদার নিয়ন্ত্রণ করে অঢেল সম্পদের মালিক বনে যান এই দম্পত্তি।

Exit mobile version