দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। প্রথম সন্তান ছেলের পর এবার তাসকিন মেয়ে সন্তানের বাবা হলেন। শুক্রবার (২৯ এপ্রিল) নিজেরফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন লেখেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। এসময় সদ্যজাত কন্যার জন্য সবার দোয়াও কামনা করেন তিনি।
সম্প্রতি সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন। এখনও ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডেও নেই তিনি। এরই মধ্যে ঈদের আগে তার ঘরে এলো নতুন অতিথি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার প্রথম সন্তান পুত্র তাশফিন আহমেদ রিহানের জন্ম হয়। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর নাঈমাকে বিয়ে করেন তাসকিন।
/এডব্লিউ