Site icon Amra Moulvibazari

আশুলিয়ায় ডাকাতের গুলিতে প্রাণ হারালো পোশাক শ্রমিক

আশুলিয়ায় ডাকাতের গুলিতে প্রাণ হারালো পোশাক শ্রমিক


স্টাফ করেসপনডেন্ট, সাভার:

আশুলিয়ায় ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক মোমেনুল ইসলাম। নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, গত রাত প্রায় আড়াইটার দিকে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির জানালা কাটা শুরু করলে বাড়ির সবাই ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে।

এসময় চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হলে ডাকাতরা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুলকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে ২১টি গভীর ক্ষতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।

এএআর/



Exit mobile version