Site icon Amra Moulvibazari

বিভিন্ন অনিয়মের দায়ে সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের দায়ে সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

কোভিড প্রোটোকল না মেনে মেয়াদউত্তীর্ণ রিয়েজেন্ট, টেস্টিং কিট এবং অপারেশনের যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স হাসপাতালটিতে অভিযান চালায়। চালু রাখতে হলে সাত দিনের মধ্যে বিভিন্ন শর্ত পূরণ করতে হবে বলা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

পরে ওই এলাকায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অভিযোগে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে শুরু হয় সিরাজুল ইসলাম মেডিকেলে যৌথ অভিযান। এতে ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব এবং আইসিইউ’তে মেয়াদউত্তীর্ণ ও অপারেশনের যন্ত্রপাতি, রিয়েজেন্ট, কোভিড টেস্টিং কিট এবং সংগ্রহ করা নমুনা সঠিকভাবে সংরক্ষণ না করে সাধারনভাবে ফ্রিজিং করা সহ বিভিন্ন অসংগতির প্রমাণ মিলে।

র‍্যাবের ম্যাজিস্ট্র্যাট সারোয়ার আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তর এই হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করলেও যথাযথ নিয়ম মেনে চিকিৎসা দিচ্ছে না তারা। আইসিইউ এবং কোভিড আইসোলেশন সেন্টার পাশাপাশি রাখা হয়েছে। অনিয়মের দায়ে জরিমানা করা হয় ৩০ লাখ টাকা। দেয়া হয়েছে ৭ দিনের আল্টিমেটাম।

যেসব হাসপাতাল এখনো নিবন্ধন করেনি সেগুলোর তালিকা করে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।


আরো খবরঃ গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসবে সেপ্টেম্বরে: ওবায়দুল কাদের

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version