Site icon Amra Moulvibazari

দুর্গাপূজা এবার জাতীয় উৎসবের মতো পালিত হয়েছে: ফারুক ই আজম

দুর্গাপূজা এবার জাতীয় উৎসবের মতো পালিত হয়েছে: ফারুক ই আজম


ফাইল ছবি

শারদীয় দূর্গোৎসব এবার জাতীয় উৎসবের মতো করে পালিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার (১৩ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীতে আমান বাজারে ‘পরিবর্তন’ সংগঠনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশের সব মানুষ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে এবং নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এনকে



Exit mobile version