Site icon Amra Moulvibazari

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশের রাজা ও রাণী হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা সঙ্গে রয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় ব্রিটিশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন উপস্থিত ছিলেন।

লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

এর আগে ৪ মে সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।

এটিএম/



Exit mobile version