পোর্ট সুদানে পৌঁছেছেন আটকে পড়া ৬৭৫ প্রবাসী বাংলাদেশি। দেশে ফেরাতে পর্যায়ক্রমে জাহাজে তাদের নেয়া হবে জেদ্দায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দায় নেয়া হবে। বাকিদের পর্যায়ক্রমে নেয়া হবে।
সবাইকে উপস্থিত কর্মকর্তাদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে শাহরিয়ার আলম জানান, খার্তুম থেকে রওনা হবার সময় থেকে একটি গ্রুপ সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইউএইচ/