বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর হুমকি উপেক্ষা করেই হাজার-হাজার মানুষ যোগ দিলেন রাজপথের আন্দোলনে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে লুকাশেঙ্কোর পদত্যাগ দাবী করা হয়। এদিকে আন্দোলনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর চোখ রাঙ্গানি উপেক্ষা করেই রাজপথে নামে বেলারুশবাসী। রাজধানী মিনিস্কে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ১০ হাজারের বেশি মানুষ। পুলিশের কড়া পাহাড়া থাকা সত্ত্বেও শহরের মূল চত্ত্বরে চলে প্রতিবাদ সমাবেশ।
সাধারণ মানুষের অভিযোগ নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন লুকাশেঙ্কো। অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এদিকে বেলারুশে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে এবার অস্ত্র হাতে সমালোচনার শিকার দেশটির প্রেসিডেন্ট। নিরাপত্তা না কি অন্য কোনো কারণে রাইফেল তার হাতে ছিল তা স্পষ্ট নয়।
রাইফেল হাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি সরকারি হেলিকপ্টারে করে ভ্রমণ শেষে অবতরণ করেন তিনি। হাতে রাইফেল ছাড়াও গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। তার সঙ্গে কত সংখ্যক বুলেট ছিল তা জানা যায় নি।
এছাড়াও তাকে ঘিড়ে রাখে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসিডেন্ট যে স্থান থেকে হেঁটে যান সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরে তার বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছিল।
এদিকে বিক্ষোভে সংহতি জানাতে মানববন্ধন হয়েছে লিথুনিয়া এবং চেক রিপাবলিকে।
আরো পোস্টঃ মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ মোস্তাফিজুর রহমানের সমর্থকদের অতর্কিত হামলা
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari