Site icon Amra Moulvibazari

ঈদে ঘরে ফেরা হলো না শান্তনার

ঈদে ঘরে ফেরা হলো না শান্তনার


সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের পাঁচলিয়াতে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী শান্তনা খাতুন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেলযোগে আব্দুল মাজেদ তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ড্রেজারের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
ইউএইচ/



Exit mobile version