Site icon Amra Moulvibazari

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে জমেছে লাগেজের পাহাড়

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে জমেছে লাগেজের পাহাড়


ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে লাগেজ নিয়ে নজিরবিহীন সমস্যার সৃষ্টি হয়েছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে। শুক্রবার (১৭ জুন) বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে যেন লাগেজের পাহাড় জমে যায়। খবর মেট্রো নিউজের।

জটিলতার কারণে বিপুলসংখ্যক যাত্রীকে নিজেদের লাগেজ ছাড়াই যাত্রা করতে হয়। যারা লাগেজ পেয়েছেন, তাদেরও অপেক্ষা করতে হয় লম্বা সময়। কোভিড-পরবর্তী সময়ে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে যুক্তরাজ্যের প্রধান বিমানবন্দরকে।

এমনও হয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে ২ দিন আগে দেশ ছেড়েছেন কিন্তু তাদের গন্তব্যে গিয়ে লাগেজ পাননি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ব্যাগেজ সিস্টেমের ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

পরে অবশ্য যাত্রীদের এ দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে হিথ্রো কর্তৃপক্ষ। জানিয়েছে, এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুতই যাত্রীদের কাছে পৌঁছে দেয়া হবে তাদের জিনিসপত্র।

আরও পড়ুন: আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিলো বাইডেন প্রশাসন, এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে

জেডআই/



Exit mobile version